লালপুরে পুলিশের হাত থেকে আসামী ছিনতাই » Itihas24.com
ঈশ্বরদী১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

লালপুরে পুলিশের হাত থেকে আসামী ছিনতাই

বিশেষ প্রতিবেদক
এপ্রিল ২১, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে পুলিশের হাতকড়াসহ এক মাদক ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকৃত মাদক ব্যবসায়ী সহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর গ্রামে এ ঘটনা ঘটে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম (৩১) কে গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ আটক করেন এএসআই শাহ আলম। এসময় একটি ঘরে আসামী শরিফুল ইসলামকে হাতকড়া পরিয়ে রেখে থানা পুলিশ ফোর্স কে ফোন করেন এএসআই শাহ আলম।

কিন্তু মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র এএসআই শাহ আলমের কাছ থেকে জোর পূর্বক আসামী শরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে পালাতে সাহায্য করে। এরপর লালপুর থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক আসামী শরিফুল ইসলামকে আটক করতে সক্ষম হয়। মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম কলসনগর গ্রামের হযরত আলী প্রামাণিকের ছেলে। এ সময় পালানোতে সহায়তার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন হোসেনপুর গ্রামের মৃত ইজাহার আলীর ছেলে সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলাম(৪৫) ও কলসনগর গ্রামের মৃত তফেন প্রামাণিকের ছেলে কাচু প্রামাণিক(৫৬)। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান জানান, এ ঘটনায় এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরালো অভিযানের নির্দেশ দেওয়া হয়। এতে অল্প সময়ের মধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হয়। অপরাধীরা কোনোভাবেই পার পাবেন না।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads