কবর থেকে ১১ কঙ্কাল উধাও » Itihas24.com
ঈশ্বরদী১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

কবর থেকে ১১ কঙ্কাল উধাও

জেলা প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে সামাজিক কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি গেছে। গতকাল রোববার মধ্যরাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া-ফটিয়ামারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফটিয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার ফটিয়ামারী এলাকার সবচেয়ে বড় সামাজিক কবরস্থান থেকে রোববার রাতে সংঘবদ্ধ চোরের দল ১১টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে একটি মরদেহ পুরোপুরি পচে না যাওয়ায় সেটি তারা ফেলে রেখে গেছে। ওই মরদেহের গন্ধ বের হলে আজ সোমবার সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। খবর পেয়ে শত শত মানুষ কবরস্থানে ভিড় করে।
স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম বলেন, ফটিয়ামারীর সবচেয়ে বড় কবরস্থান এটি। সোমবার সকালে স্থানীয় লোকজন বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া দেখেন। পরে দেখা যায়, ১১টি কঙ্কাল উধাও।

ফটিয়ামারী সার্বজনীন কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সাবেক ইউপি সদস্য আব্দুল আজিজুল হক জানান, দুর্বৃত্তরা রাতে আমাদের কবরস্থান হতে ১১ টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া কঙ্কালগুলোর মধ্যে ৬ জন পুরুষ ও ৫ জন নারী। পুরুষদের মধ্যে নজু মিয়া, তসকির আহম্মেদ, মোফাজ্জল হোসেন, স্বাধীন দারোগা, বেসু মিয়া ও সুহেল রানার কঙ্কাল চুরি হয়েছে।

এদিকে কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে সদর থানার ওসি মনসুর আহম্মেদ বলেন, ‘কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ ব্যাপারে সদর থানার ওসি মনসুর আহম্মেদ বলেন, ‘কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads