মসজিদে দানের কাঁঠালের নিলামকাণ্ডে নিহত ৩ » Itihas24.com
ঈশ্বরদী৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

মসজিদে দানের কাঁঠালের নিলামকাণ্ডে নিহত ৩

বিশেষ প্রতিবেদন
জুলাই ১০, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে মসজিদে দানের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন, মো. বাবুল মিয়া (৫৮), তার চাচাতো ভাই নুরুল ইসলাম (৪২) ও মো. শাহজাহান (৩৬)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাসনাবাজ গ্রামের মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন শুক্রবার। রবিবার (০৯ জুলাই) বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলামে তোলা হয়।

এ নিয়ে সরাইমরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আজ সোমবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় দুই পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন।

উভয় গ্রুপের গুরুতর জখমসহ ৪০ জন আহত হয়েছেন। পরে মালদার গ্রুপের শাহজাহান মিয়া নামে আরেকজন কৈতক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় সন্দেহজনক পাঁচজনকে আটক করা হয়েছে। মারা গেছে তিনজন।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads